তুমিই তো সে,
আধার রাতে আলো জ্বালানো এক নিঃসঙ্গ প্রদীপ।
পায়ে পা মিলিয়ে চলা এক শব্দহীন পথিক।
সব ছেড়ে থেকে যাওয়া, সেই ব্যার্থ প্রেমিক।।
সকল ভালো থাকার গল্পগুলো তোমার হোক।
আমার সবটুকু নিঃশ্বাস, তোমার নাম নিয়ে হোক
আর এই অন্ধকার বিদর্ভ নগরীতে, তুমি আলো হয়ে বাচো।
