একটা দারুণ বিকেল বেলা, জীবনে পাওয়া না পাওয়ার হিসেব কষতে বসলাম। সময় যে এত সুন্দর একটা মোড়ে এনে বসাবে তা অকল্পনীয় ছিলো। শ্রেষ্ঠ কিছু মুহূর্ত খুব অপরিকল্পিত থাকে বোধহয়। আমি আপনি যা ভাবি সৃষ্টিকর্তা তার ও অধিক ভেবে বসে থাকেন আর আমাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে থাকেন। যত বড় হচ্ছি ততই বিস্ময় হচ্ছি। আমাদের বেচে থাকাটাই যেন এক মস্ত বড় রহস্য!!!
