শতবর্ষ পরে: মুগ্ধতা ও হিংসার দ্বন্দ্ব

আজ হতে শতবর্ষ পরে,কে তুমি পড়িছ বসি,আমার কবিতাখানি কৌতুহলভরে….
প্রতিত্তোরে বলতে ইচ্ছে হচ্ছে,হ্যা আমি পড়ছি আর মুগ্ধ হচ্ছি সাথে রীতিমতো নারী চরিত্র গুলোর উপর হিংসায় জ্বলে পুড়ে মরছি।।কেনো আমাকে নিয়েও কোন সাহিত্য রচনা করার আগেই মরে যেতে হলো!!